Software defined radio(SDR)
সফটওয়্যার ডিফাইন রেডিও কি ?
সফটওয়্যার ডিফাইন রেডিও এমন একটি রেডিও(এসডিআর) একটি রেডিও যোগাযোগ ব্যবস্থা যেখানে পূর্বকার রেডিওর মতো নয় আবার হার্ডওয়্যারগুলি যেমন, মিক্সার , ফিল্টার, এমপ্লিফায়ার, মডুলার / ডেমোডুলার, ডিটেক্টর ইত্যাদি প্রয়োজন হয়না। তার পরিবর্তে একটি ব্যক্তিগত কম্পিউটার, সফ্টওয়্যার ও একটি RTL চিপ দ্বারা এমবেডেড সিস্টেম এ পরিচালিত হয়। এসডিআর এর ধারণা নতুন নয়, ডিজিটাল ইলেক্ট্রনিক্সের দ্রুত বর্ধনশীল দক্ষতাগুলি কারণে এধরণের যোগাযোগ সম্ভৱ হয়েছে। একটি কম্পিউটার ও সফটওয়্যার দিয়ে ১ মেগাহার্জ থেকে কয়েক গিগাহার্জ পর্যন্ত টিউন করা সম্ভব যা একটি হার্ডওয়্যার রেডিও দিয়ে সম্ভৱ নয়।আসলে Software defined radio হচ্ছে এমন এক ধরনের রেডিও সিস্টেম যেখানে সিগন্যাল এর Demodulation প্রক্রিয়া পিসি বা ল্যাপটপ এর মাধ্যমে করা হয়ে থাকে।
১ Hardware
2 Software
Leave a Reply
You must be logged in to post a comment.