Amateur Radio Society Bangladesh (ARSB) তত্ত্বাবধানে অনুষ্টিত হতে যাচ্ছে Amateur Radio Field Day 2019 । এই Amateur Radio Field Day 2019 এ আপনি অংশ গ্রহণ করতে পারেন অনলাইন রেজিস্ট্রেশন করে। রেজিস্ট্রেশন করুন এই লিংক এ। http://www.s21arsb.com/event.php
অংশগ্রহণ এর নিয়মাবলী :
● অংশ নিতে পারবেন যারা –
সকল কল সাইন প্রাপ্ত , অ্যামেচার রেডিও পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তি , অতিথি (ARSB এর অনুমতি সাপেক্ষে ) ।● সময়- সকাল 7.30 AM এ ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে থেকে বাস ছেড়ে 7.45AM এ ব্রাক বিশ্ববিদ্বালয় হয়ে সকাল 7.55 AM এ উত্তরা রাজলক্ষ্মী বাস স্ট্যান্ড থেকে বাস অনুষ্ঠান স্থলের উদ্দেশ্যেরওনা হবে । অনুষ্ঠান শেষে পুনরায় উক্ত স্থান গুলোতে বাস ফিরে আসবে । আপ
নারা আপনাদের সুবিধা মোতাবেক উক্ত স্থান হতে বাসে আসন গ্রহণ করবেন ।
● রেজিস্ট্রেশন – সকল অংশগ্রহণকারী বন্ধুদেরকে তে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে ।
●খরচ – শুধুমাত্র খাবার টোকেনের জন্য 200 টাকা খরচ করতে হবে ।( যা খাবারের স্থানে নিজ দায়িত্বে পরিশোধ করতে হবে )
●যা থাকবে – HF, VHF, UHF রেডিও পরিচালনা, জরুরী রেডিও যোগাযোগ,চারটি 15 মিনিট HAM স্কুল সহ অন্যান্য বিষয় । বি:দ্র – অংশগ্রহণকারী সকল বন্ধুদেরকে নিজ হাতে এন্টেনা স্থাপন সহ রেডিও স্টেশন স্থাপন করার মনোভাব থাকতে হবে ।)।
●রেজিস্ট্রেশন এর শেষ তারিখ – 6 FEBRUARY 2019.
সকল বন্ধুদেরকে এই ফিল্ড ডে 2019 এ অংশগ্রহণ করতে আহবান জানানো হচ্ছে । ধন্যবাদ । ARSB
Leave a Reply
You must be logged in to post a comment.