খোন্দকার এরফান আলী বিপ্লব ভাই সরকারী চাকুরি জীবী নিরিবিলি টাইপের লোক একা একা থাকেন বাড়ির নিচ তলায়, নেটে অংশ গ্রহন করার জন্নে রাতে ছাদে উঠে বসে থাকেন।
Ricky Rhýthm S21EP যে তার কল সাইন নেটে প্রথম প্রথম শুধু ই পি বলত অন্যান্য রুলস তো জানতই না, সে এখন এগুলো ওর ভাইদের শিখায়। আমাদের অনেক ভাইয়েরা সরাসরি তার লাইছেন্সে দেখতে চাইছিল আমাদের
Syed Sumsul Alam Tuhin S21ED ভাই এখানে একটা ভুমিকা রাখায় ইকো পাপা এখন অনেক সাবলীল।
এখন অনেক আনন্দে নিয়ে তিন জনের কথা বলছি
Abdullah Al Araf S21OI নোয়াখালি মাইজদি থেকে নেট সুনার জন্নে সব সময় রেডি থাকত তবে ও তো আমার মতো অলস আর বিরাট পাচ তলা বাড়ি আছে বেশি কষ্ট করতে হয় নাই।
Deepta Majumder S21HKআরেকজন নোয়াখালি জেলার (ওরা বলে বিভাগ) সুবর্ণ চর থেকে প্রতি নিওত সিগন্যাল এর জন্ন অপক্ষা করত কিন্তু অনেক দুর্গম অঞ্চল এবং তেমন উঁচা স্থাপনা না থাকায় ওকে পাওয়া অনেক কস্টের ছিল। ছোটো করে বলে রাখি S21HK পেশায় চিকিৎসক এবং বাড়ি যাওয়ার আগ পর্যন্ত ও IEDCR এর COVID 19 ফ্রন্ট লাইন ফাইটার হিসেবে কাজ করছিল বড় করে বলতে গেলে সে IEDCR এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাথে কাজ করেছেন।
Rahat Uddin S21DZ চাঁদপুর মতলব থেকে আমদের সাথে কানেক্ট হয়েছেন, এখানে উল্লেখ্য এই লক ডাউনে সে সাধারণ ইলেকট্রিক তার এবং হাতের কাছে যে এলুমিনিয়াম পেয়েছে তা দিয়েই এন্টিনা বানিয়ে ৬০ ফিট উপরে উঠিয়ে কানেক্ট করেছে সবাই ওর জন্য একটা হাত তালি দিয়েন।
আরেক পাগলা বিজ্ঞানি হইলো Kazi Mohimunul Haque Fuad S21LI জয়পুরহাট থেকে পাগলের মতো নেটে শুনার জন্য নিজেই একটা ইকো লিংক বানায় ফালাইছে।
Mohammad Mahfujur Rahman S21CI ভাইের কথা না বললে কেমনে হয়, পকেটে দুইটা রেডিও রাখে একটা প্রোফেসনাল আর একটা অ্যামেচার (you have to বুজতে হবে)।
আবার ব্যর্থতাও আছে,
Rashidul Sonchoy প্রথম প্রথম অনেক স্বপ্ন অনেক উৎসাহ, কিন্তু আইজও কল সাইন নেয় নাই।
Rahat Khan S21DI আরেক দুঃখের নাম অনেক জোরে সরে অনেক কিছু শুরু করে কিন্তু কিছুই শেষ করে না (এখন ত্রান বিতরণের কাজ করতেছে)।
Ovi Khan সেই রকমের একটা ছেলে কোথায় যে হারায় গেলো।
কষ্ট পাই আমাদের হলিউড হিরো
Parvez Hasaan S21DW নেটে আসেন না আর সব কিছুতেই ওনাকে 5.9 পাওয়া যায়।
আমার স্বল্প বিদেশ (এশিয়া, ওশেনিয়া, ইউরোপ, মদ্ধপ্রাচ্চ) অভিজ্ঞতায় দেখেছি বাংলাদেশকে যারাই চিনে তারা বঙ্গবন্ধু কেও চিনে,
ঠিক তেমনি পৃথিবীতে যারা S21 চিনে তারা তুহিন ভাইকেও চিনে……….😞😞😞😞😞😞😞😞😞😞
Leave a Reply
You must be logged in to post a comment.