নেট কন্ট্রোলার এর রোজনামচা
দ্বিতীয় পর্ব
মনে করছিলাম সবাই নেগেটিভ ভাব দিবে আমাকে আর লিখতে হবে না, কিন্তু আপনারা এত ভালবাসা দিছেন যে আমাকে এখন হুমায়ূন আহমেদ হতে হবে (আমার কপালে শাওন জুটবে না) আরে না ধুর আগেই লিখা রাখছিলাম খালি কপি পেস্ট করছি।
এত পেঁচাইয়া লিখতাছি Tanvir Hassan S21VU মনে মনে কইব নেট পার্টিসিপেট প্রসিডিউর কই? ইকো লিংক প্রসিডিউর কই?
আরে ভাই একটু রসাইয়া রসাইয়া লিখি না সমস্যা কি, আবার কেউ কইবো KV নিজের টি আর পি বাড়ানোর জন্য মজা দিতাছে!
যাই হোক কিছু কাজের কথা লিখি।
১. রেডিও তে যদি চেক ইন কইরা ফালান তাইলে কইলাম শেষ, যদি QRT(বিরতি) করতে হয়, তাইলে মেসেঞ্জারে অথবা এস এম এস এ নেট কন্ট্রোলারকে অথবা অন্য কেউ কে জানাবেন।
২. নেট কন্ট্রোলার না ডাকলে রেডিও তে কথা না বলাই ভালো।
৩. নেট কন্ট্রোলার যদি হটাত হারায় যায় মানে তার কোন রেস্পঞ্চ না পাওয়া যায় তাহলে প্রথম যিনি চেক ইন করছেন উনি নেট কন্ট্রোলার, প্রথম জন না করতে চাইলে দ্বিতীয় জন নয় তো তৃতীয় জন নেট কন্ট্রোলার।
৪. যেহেতু রিলের TOT ৬০ সেকেন্ড তাই TX ৫০ সেকেন্ড এর মদ্ধেই রাখা ভালো (আপনার রেডিওর TOT ৬০ সেকেন্ড রাইখেন)
৫. যেহেতু নেটের অন্যান্য উদ্দেশ্যের মতো একটা মুল উদ্দেশ্য রেডিও, এন্টেনা সহ অন্যান্য ইকুপমেন্ট চেক করা সুতরাং আমরা প্রত্যেকে সিগন্যাল রিপোর্ট, স্টেশন আপডেট, মডুলেশন রিপোর্ট এগুলা অবশ্যই জানাবো।
৬. কথা বলা শুরু করার আগে PTT টা প্রেস করে তারপর কথা বলা শুরু করলে ভালো হয়।
এখানেই শেষ নয় এরকম আরও কিছু আছে সব তো আমার মুখস্ত নাই আপনাদের মনে পরলে প্লিজ কমেন্টে লিখে দিবেন।
এছাড়া ইকো লিঙ্কে দিয়ে যারা আসবেন তাদেরকেও কিছু প্রসিডিউর ফলো করতে হবে
১. প্রথমে ইকো লিঙ্কে চেক ইন করার জন্নে প্রক্সি ইউস করার যে গাইড BP তৈরি করেছে ওইটা ফলো করার অনুরধ করছি।
২. যেহেতু ইকো লিঙ্কে কে কে লগ ইন আছেন আমরা দেকতে পাই সুতরাং তাদের আলাদা চেক ইন দরকার নাই এবং তাদের রেডিও স্পেসিফিকেসন দরকার নাই শুধু স্টেশন আপডেট দিলেই হবে।
৩. যেহেতু ইকো লিংক একটা মডিউল দিয়ে কম্পিউটার এর এর সাথে যুক্ত সুতরাং ইকো লিঙ্কে ২৫ সেকেন্ড এর বেশি TX না করা ভালো ছোট ছোট TX করে কথা বললে ভালো তবে এখানে রিলের TOT ৬০ সেকেন্ড এটাও মনে রাখতে হবে।
৪. যেহেতু ইকো লিংক মডিউল ভক্স ট্রিগার এ কাজ করে তাই কথা একটানা এবং একটু জোরে বললে ভালো হয়।
আর অনেক কিছু আছে আস্তে আস্তে লিখব…….
Please follow and like us:
Like this:
Like Loading...
Related
Leave a Reply
You must be logged in to post a comment.