Yagi Aerial
তারহীন বা কর্ডলেস কমুনিকেশন বা ওয়রলেস কমুনিকেশনে এন্টেনার দৈর্ঘ খুব গুরুত্বপূর্ন ব্যাপার। যেমন আমাদের হাতের মোবাইল ফোনটার কথাই ধরুন। আমাদের মোবাইলের মাঝে কিন্তু একটা এন্টেনা আছে যেটা সিগনাল রিসিভ এ ট্রান্সমিট দুটাই করতে সক্ষম । আবার আমাদের ছাদের ডিশ এন্টেনা টাও সিগনাল রিসিভ করতে সক্ষম এবং Satellite এন্টেনা তথ্য আদানপ্রদান করতে সক্ষম । অথচ ডিশ অনেক দূর থেকেও দেখা যায় কিন্তু আমাদের ব্যাবহারিত মোবাইলের এন্টেনা দূর থেকে তো দূরের আমরা আমাদের ডিজের হাতে বহন করি কিন্তু নিজেরাই দেখি না কারণ মোবাইল ফোনের এন্টেনা এতই ছোট যা কিনা মোবাইল ফোনের ভিতরেই অবস্থিত । মোবাইল ফোনের জন্য যদি এত বিশাল বড় এন্টেনা প্রজোয্য হত তাহলে আমরা মোবাইল ফোনের জন্য একটা পিকাপ ভ্যান নিয়ে চলতে হতো আর যারা প্রেম করেন তারা হয়তো প্রেম করার জন্য লাভার্স ক্লাব এ রেজিস্ট্রেশন করতে হতো। কারণ এত বড় এন্টেনা সম্মলিত ফোন দিয়ে এত সহজে লুকিয়ে আপনি আপনার লাভার এর সাথে কথা বলতে পারতেন না। যাইহোক অনেক ফালতু কথা বলে ফেল্লাম আবার আসি আসল কথায় ,বলুনতো এন্টেনার দৈর্ঘের এই ছোট বড় হবার কারন কি?
Omani antenna
আমরা জানি,প্রতিটি ওয়ারলেস যন্ত্রতে একটি নির্দিষ্ট সিগনাল বা একটা নির্দিষ্ট ফ্রিকুয়েন্সিতে বার্তা পাঠানো এবং গ্রহণ করা হয়। এই ফ্রিকুয়েন্সির সাথে আবার সিগনালটির তরঙ্গ দৈর্ঘের একটা গভীর সম্পর্ক রয়েছে যেমন :-
কম্পাঙ্ক(Frequency) X তরঙ্গ দৈর্ঘ্য (wavelength) = আলোর গতি(speed of light)
তাহলে দেখা যাচ্ছে,
Wavelength= [300/(frequency in MHz)] meter
হিসাব টা হলো এই রকম
300/50MHz = 6.00m
300/144MHz = 2.08m
300/225MHz = 1.333m
LOOP-ANTENNA-HAM-RADIO
সহজ ভাবে বলতে গেলে, ফ্রিকুয়েন্সি যত বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য তত কমবে।
ফ্রিকুয়েন্সির আবার বিভিন্ন ধারণ আছে যেমন :-
VLF(very low frequency)= 3-30kHz
LF(low frequency)= >500kHz
MF (medium frequency)= 300-3000kHz
HF(high frequency)=3-30 MHz
VHF(very high frequency)= 30MHz-300MHz
UHF (ultra high frequency)= 300MHz- 3 GHz
SHF (super high frequency)= 1GHz-300 GHz
ফ্রিকুয়েন্সি যত বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে । 1mm-1m পর্যন্ত তরঙ্গদৈর্ঘেরফ্রিকুয়েন্সি (Hz)300 GHz – 300 MHzফোটন শক্তি (ইভি)1.24 meV – 1.24 µeV সিগনালকে আমরা মাইক্রোওয়েভ সিগনাল বলি। অর্থাৎ মাইক্রোওয়েভ সিগনালের ফ্রিকুয়েন্সি বেশি। এর এন্টেনার দৈর্ঘ্য,সিগনালের তরঙ্গ দৈর্ঘের সমানুপাতিক হার এ । Microwave এ wavelength কম তাই এন্টেনার দৈর্ঘও কম লাগে(সাধারনত wavelength এর দুই একভাগ অথবা ৪ ভাগের এক ভাগ হয় )।
সহজ ভাষায় বলাযায় :-
তরঙ্গদৈর্ঘ্য(Wavelength) বেশি ফ্রিকুয়েন্সি কম
এনার্জি কম
Antenna length বেশি
তরঙ্গদৈর্ঘ্য(Wavelength) কমফ্রিকুয়েন্সি বেশি
এনার্জি বেশি
Antenna length কম
আমাদের দেশে (বাংলাদেশ )হ্যাম রেডিও ফ্রিকোয়েন্সি হলো ১৪৪-১৪৬ এবং ৪৩০-৪৪০ MHz
মনে করি আমরা একটি এন্টেনা তৈরী করবো যার সিগনালের ফ্রিকুয়েন্সি ১৪৪ মেগাহার্জ।
তাহলে তার তরঙ্গদৈর্ঘ্য হবে (৩০০/১৪৪)=২.০৮ মিটার।
হাফ ওয়েভ এন্টেনার ক্ষেত্রে এন্টেনার দৈর্ঘ্য হবে ২.০৮/২ =১.০৪ মি.।
অপেশাদার রেডিও সম্পর্কে জানতে এই লিংকে